রাজবাড়ীতে পদ্মার পানি বিপদসীমার উপরে
প্রকাশিত : ১৬:০১, ৩ সেপ্টেম্বর ২০২৩
রাজবাড়ীতে পদ্মার পানি বিপদসীমার উপরদিয়ে প্রবাহিত হওয়ায়, বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ সংলগ্ন এলাকার ১৩টি ইউনিয়নের ২৫টি গ্রামের জনসাধারণ দুর্ভোগে পড়েছে। প্রতিদিনই পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
ইতমধ্যে এসব এলাকার জনবসতির আশে পাশে পানিতে প্লাবিত হয়েছে। মানুষের চলাচলের রাস্তা, গবাদি পশুর চারণভূমি ও বিভিন্ন সবজি ও ফসলি ক্ষেতে পানিতে তলিয়ে দুর্ভোগে পরেছেন তারা। অনেক ফসলি ক্ষেত এখন পানির নিচে প্লাবিত হওয়ায় তা নষ্ট হচ্ছে। নৌকায় চলাচল করছে এসব স্থানের সাধারণ মানুষদের।
গত ২৪ ঘন্টায় দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি ৬ সে. মি. বেড়ে (৭.৯৯ মিটার) বিপদসীমার ১০ সে. মি. উপরদিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বেড়িবাঁধ সংলগ্ন নিচু এলাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় দুর্ভোগ বাড়ছে প্রতিদিন।
কেআই//
আরও পড়ুন